বগুড়া প্রতিনিধি-বগুড়ার গাবতলীতে স্থানীয় জনগনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের মুখে স্কুল কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অভিভাবকদের সাথে অসৌজন্য মুলক আচরন এবং তথ্য গোপন করে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে এলাকার কয়েকশত নারী-পুরুষ বিক্ষোভ সহ ঝাড়ু মিছিল করেছে।
রোববার (১২ অক্টোবর) নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয় মাঠে এক প্রতিবাদসভার আয়োজন করে।
এলাকাবাসী জানায়, এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, সকল তথ্য গোপন করে রোববার বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন আয়োজন করে।
বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বিক্ষোভে ফেটেপড়ে। এলাকার কয়েক কয়েকশত নারী-পুরুষ তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করে।
অভিভাবক পেস্তা মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুরুজ আদর্শ গ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত করেছ।
বিষয়টি নিশ্চিত করেছেন, নির্বাচনে দায়িত্বে থাকা উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ নাঈম রেজা।
বিক্ষোভ মিছিল শেষে স্কুলমাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্কুলের সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম, সুলতান হেলাল, রুবেল সরকার, আব্দুল মালেক, কবিরুল ইসলাম জাহাঙ্গীর, বাদল আব্দুল হামিদ, রিপন, সুকেস, আলম, জাবেল, ফজল, ইসলাম, আতিক হাসান, শহিদুল ইসলাম, দুখু মিয়া, মজনু, জামিল প্রমুখ। এসময় এলাকার কয়েকশত নারী-পুরুষ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক একজন বিগত পতিত সরকারের আ,লীগের দোসর, স্কুলের বিভিন্ন নিয়োগ দিয়ে প্রায় অর্ধকোটি টাকা নিলেও তা স্কুল ফান্ডে জমানা করে তা আত্মসাত করেছে। উল্টো স্কুল ফান্ডের ৭০ হাজার টাকা অনিয়ের উত্তোলন করেছে। ইতিপূর্বে সে উপজেলা সদরে বসে অনিয়মের গঠন করে, আ,লীগের দোসর ও ছাত্রলীগের মিজানুর রহমান পান্নাকে সভাপতি করা হয়।
দিনদিন স্কুলের শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছ, লেখাপড়ার মান হারিয়ে যাচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন। প্রধান শিক্ষক স্কলে না থাকায়, তার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।