আমিরুল ইসলাম অল্ডাম গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : ‘ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় , দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, গাংনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার মাহফুজ রানা, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি সহ বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থার কারনে আমাদের অঞ্চল প্রাকুতিক দুর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা। বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বন্যা , ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় না বললেই চলে। প্রাকৃতিক দুর্যোগ কম হলেও মানবসৃষ্ট দুর্যোগ আমাদের ক্ষতি সাধন করে থাকে। অসচেতনতার কারনে আমাদের উপজেলায় অগ্নিকান্ড, ও অতিবর্ষনে জনদুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে পানিতে ডুবে অনেক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও বজ্রপাতে অনেক প্রাণহানি হয়ে থাকে। তাই আমাদের বজ্রপাত নিরোধক গাছ তালগাছ বেশী করে রোপন বা লাগাতে হবে এবং রক্ষনাবেক্ষন করতে হবে। অনেক সময় গোয়াল ঘরের মশার কয়েল থেকেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে। এসব দুর্যোগ প্রশমনে আমাদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে আহবান জানানো হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, মাই টিভির প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক লাখোকন্ঠের সাংবাদিক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সভাকক্ষে এসে শেষ হয়।