ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ব্রাকের ‘স্বপ্নসারথি’ গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 14, 2025 2:55 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই শ্লোগানে পঞ্চগড়ের বোদায় ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলফ) এর উদ্যোগে ‘স্বপ্নসারথি’ সদস্যদের গ্রাজুয়েশন সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোম্বর) দুপুরে বোদা ব্র্যাক অফিসে এ সম্মাননা প্রদান করা হয়।
ডেপুটি ম্যানেজার (সেলফ) ইলিয়াস সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, ব্র্যাকের ডিভিশনার ম্যানেজার এ কে এম জাহিদুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, ডিএম (সেলফ) মাইকেল বাস্কে প্রমুখ।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরীদের গ্রাজুয়েশন সম্মাননা হিসাবে সনদপত্র ও বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৬ গ্র্যাজুয়েটদের হাতে ফুল, সার্টিফিকেট ও অনুষ্ঠানের শ্লোগান সম্বলিত একটি মগ উপহার তুলে দেয়া হয়।কিশোরীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, সাফল্য এবং বাল্যবিয়ে প্রতিরোধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তোমরা যারা বাল্যবিয়ের ঝুঁকি থেকে মুক্তি পেয়েছ তোমরা শুধু নিজেদের নয় তোমরা পরিবারেরও দায়িত্ব নিতে পারবে। এবং একজন নারী সুযোগ পেলে পুরুষের চেয়েও বেশি অংশগ্রহণ করতে পারে সমাজ উন্নয়নে। গ্র্যাজুয়েট কিশোরীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তোমরা ব্র্যাক থেকে জীবন দক্ষতা সেশন পেয়েছো, তোমরা তোমাদের আশেপাশের যত ঝরে পড়া কিশোরী রয়েছে তাদেরকেও এ দক্ষতা শেয়ার করবে এবং ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব গঠনে অংশগ্রহণ করবে।