আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর থেকে প্রতিনিধি : গাংনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মখলেছুর রহমান ওরফে বান্টু (৬৫) নামের একজন নিহত হয়েছেন। গাংনী কাথুলী সড়কের সাহারবাটি এবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ও পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের মাঝামাঝি জায়গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর দেড় টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটি এবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে ও সড়কে উপজেলার সাহারবাটি গ্রামের মখলেছুর রহমান ওরফে বান্টু (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । তিনি পেশায় জমি পরিমাপকারী একজন আমিন ছিলেন। নিহত মখলেছুর রহমান সাহারবাটি চারচারা বাজারের মৃত মহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মখলেছুর রহমান গাংনী বাজারে কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি সাহারবাটি এবাদতখানা স্কুলের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি মিনি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো-অ-১১-৫১১৭)পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল চালক ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়লে ট্রাকটি মখলেছুর রহমানের মাথার উপর দিয়ে চলে যায়। ট্রাক চাপায় মোটরসাইকেল ও হেলমেট ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা দ্রæত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিকটাত্মীয়রা অ্যাম্বুলেন্সে নিলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে পুণরায় চিকিৎসক দেখে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরবর্তীতে ঘাতক ট্রাকের খোঁজ পাওয়া গেছে। মদিনা কুল ওয়াটার পানির ট্যাংক নিয়ে সাহারবাটি বাজারে কোম্পনীর এজেন্টের দোকানে রেখে ড্রাইভার ও হেপার পালিয়ে গেছে। জানা গেছে, ড্রাইভারের নাম আলামিন এবং হেলপারের নাম নাহিদ ।
সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে গাংনী থানার এসআই সাজ্জাদ তার সঙ্গীয় ফ্াের্স নিয়ে সাহারবাটি বাজার থেকে ট্রাকটি জব্দ করেছেন।
এব্যাপাওে গাংনী থানার ভারপ্রাপ্ত অফিসার বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবরটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।