ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ১ অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা।। ২ ছিনতাইকারী আটক।।

Mahamudul Hasan Babu
October 14, 2025 3:47 pm
Link Copied!

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।।দিনাজপুরের বিরলে ধর্মপুর গহীন শালবনে ১ অটোচালককে কুপিয়ে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহর হতে বিরলের ধর্মপুর শালবনে ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ২ ছিনতাইকারী।
এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরো ১ জন যাত্রী উঠানোর পর বনের ধর্মজৈন সাত দাগ নামক এলাকায় বনের ভিতরে নিয়ে গিয়ে ওই অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।
এসময় অটোচালক চিৎকার দিলে পথচারী আসতে দেখে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে বনের আরোও ভিতরে ঢুকে পড়ে ।
আহত অটোচালক দিনাজপুর সরকারি কলেজ সংলগ্ন শহরের সুইহারি খালপাড়া এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০) কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর বিওপি’র বিজিবির সদস্যগণের নিকট হস্তান্তর করলে তাৎক্ষনিক তাকে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এঘটনায় দীর্ঘ অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বন থেকে বিকালে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতরা দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুর এর ছেলে নভেল (৩০)।
এ রিপোর্ট লেখাকালীন আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।