এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নির্বাচনী এলাকায় দিন-রাত গনসংযোগে করে চলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।
মঙ্গলবার বিকালে বোচাগঞ্জ উপজেলার বাসুদেবপুর বাজার এলাকায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় সব বয়সী মানুষের সাথে কুশোল বিনিময় করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। মতবিনিময় সভা ও গনসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।