ইকবাল বাহার, পঞ্চগড় পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫”। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাবেত আলী।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সমাজকর্মী এবং প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সাদাছড়ির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে স্মার্ট সাদাছড়ি এখন তাদের জীবনকে আরও সহজ ও নিরাপদ করছে।
তারা আরও বলেন, “সাদাছড়ি শুধু একটি সহায়ক উপকরণ নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির আত্মসম্মান, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতীক। আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সমাজের সকল স্তরের মানুষকেই তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন হতে হবে।”
বক্তারা আরও জানান, “প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনও এই কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।”
এ বছরের প্রতিপাদ্য ছিল, “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।”
সভায় দৃষ্টি প্রতিবন্ধী বুলেট একটি হৃদয়স্পর্শী গান পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
আলোচনা শেষে জেলা প্রশাসক সাবেত আলী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২৫টি স্মার্ট সাদাছড়ি ও একটি হুইলচেয়ার বিতরণ করেন।
উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবর ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ বিশ্বব্যাপী পালিত হয়।
১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবার দিবসটি পালিত হয় এবং ১৯৭০ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়।
সাদাছড়ি আজ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির স্বাধীনতা, আত্মসম্মান ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। বাংলাদেশেও প্রতিবছর সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।