ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ঝিঁনুক কুড়াতে গিয়ে করতোয়া নদীতে ডুবে এক যুবকের মৃত্যু

Mahamudul Hasan Babu
October 15, 2025 11:16 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ঝিঁনুক কুড়াতে গিয়ে পানির গভীরে তলিয়ে দীপঙ্কর বর্মন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের শালবন এলাকায় এঘটনাটি ঘটে।
নিহত দীপঙ্কর ইউনিয়নের জায়গীর পাড়া এলাকার ধনেশ বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীপঙ্কর বর্মন বুধবার সকালে এলাকার ছেলেদের নিয়ে করতোয়া নদীর শালবন এলাকায় নদীতে ঝিঁনুক কুড়াতে যায়। এক পর্যায়ে মাঝ নদীতে সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যায়। পরে ঝিঁনুক কুঁড়িয়ে অন্যরা বাড়ি ফিরলেও দীপঙ্কর ফেরেনি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা সহ বালু শ্রমিকেরা করতোয়া নদীতে নেমে গভীর পানি থেকে দীপঙ্করকে উদ্ধার করে। পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন নদীর পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।