মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মেরিনা বেগম (২৬) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মেরিনা উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও রেলঘুন্টি এলাকার খাদেমুল ইসলাম (নেন্দ)এর স্ত্রী এবং উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া ডাঙ্গাপাড়া এলাকার ফরিদুল ইসলাম এর কন্যা। পরিবারের লোকজন জানায়, মেরিনা বেগম প্রায় এক বছর থেকে মানসিক রোগে ভুগতেছিলেন। স্বামীর সাথে একটু পারিবারিক বিষয়ে মনোমালিন্য হলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। গত সোমবার (১৩ অক্টোবর) সন্ধায় স্বামী খাদেমুল ইসলাম(নেন্দ) এর সাথে পারিবারিক বিষয় (সিঁদল তৈরী) নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেরিনা বেগম স্বামীর বাড়ী থেকে বেরিয়ে যায়। প্রায় একঘন্টা পরে খাদেমুল ইসলাম(নেন্দ) বিষয়টি তার শশুরকে জানান। খাদেমুলের পরিবারের লোকজনসহ তার শশুরবাড়ীর লোকজন খোঁজাখুজি শুরু করে। সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কতিপয় আদিবাসী রসেয়া দলুয়া পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। এলাকার লোকজনসহ মেরিনার ভাই আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে সংবাদ দেন। আটয়োরী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে এলাকবাসীর সহযোগিতায় রসেয়া দলুয়া পুকুর থেকে মেরিনার লাশ উদ্ধার করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) পুকুর থেকে মহিলার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বুধবার (১৫ অক্টোবর) সকালে পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।