ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Mahamudul Hasan Babu
October 15, 2025 1:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে করে স্ত্রী অমিকে নিয়ে সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া বালুভর্তি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) সামনে তাদের মোটরসাইকেল চলে আসে। ওভারটেকের সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারহানা ওয়াহিদা অমি মারা যান।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।