আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন -২০২৫ উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে গাংনী পৌরসভার প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের হাত ধোয়া দিবস পালিত হয়।
র্যালি ও হাত ধোয়া প্রদর্শন শেষে পৌর প্রশাসক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বানী ইসরাইল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল্লাহ আল আজিজ, গাংনী উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান , গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ, গাংনী পৌরসভার সদস্য সচিব প্রকৌশলী শামীম ,পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী পৌর সভার সদস্য সচিব ও প্রকৌশলী শামীম রেজা।
গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাংবাদিক তোফায়েল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহনকারী সকলকে নিয়ে র্যালি উত্তর হাতধোয়া (পরিস্কার)ু করার নিয়মাবলী প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।