বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় জামায়াতের কর্মী স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম মহিজা আক্তার খুকি (২৭)। তিনি উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের জুলফিকার আলীর স্ত্রী। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ দুপুরে মহিজা আক্তার খুকির স্বামী জুলফিকার আলীকে আসামি করে মামলা প্রস্তুতি নিয়েছ তার বাবা। মহিজা আক্তার খুকির পিতা মহিদুল ইসলাম বাদী হয়ে দায়ের করবেন বলে জানা যায়। নিহত মহিজা আক্তার খুকি দুই সন্তানের জননী। তাঁর স্বামী জুলফিকার আলী পেশায় কৃষক ও জামায়াতের কর্মী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহতের পিতা মহিদুল ইসলাম জানান, ১০ বছর আগে তাঁর মেয়ে মহিজা আক্তার খুকির সঙ্গে মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আবুল কালামের পুত্র জুলফিকার আলীর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে দিদার তাঁর মেয়েকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। একাধিকবার এসব বিষয় সামাজিকভাবে মীমাংসা করা হয়। সর্বশেষ ১৪ মে তাঁর মেয়ে মহিজা আক্তার খুকিকে শারীরিক নির্যাতনের পর গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে নিয়ে যেতে বলেন। মঙ্গলবার রাতে সে মারা যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান জানান, জুলফিকার আলী তার স্ত্রীকে প্রায় সময়ই শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছিলেন। আমরা এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিসের মাধ্যমে মিমাংসা করে দিয়েছি। তবে যেটুকু জানতে পেরেছি, দুই দিন থেকে তার স্ত্রীকে মারপিট করে আসছিল, এক পর্যায়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে বোদা হাসপাতালে নিয়ে যায়, পরবর্তীতে ঠাকুরগাঁও হাসপাতালে মৃত্যু হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। লাশকে গোসল করানোর জন্য নিয়ে গেলে শরীরে আঘাতের চিহৃ দেখে যায়। তার গলায় ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। জুলফিকার আলী জামায়াতের একজন সক্রীয় সদস্য ও জামায়াতের রাজনীতি করে আসছে।
অভিযুক্ত জুলফিকার আলী ঘটনার পর থেকে পলাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জুলফিকার আলীর বাবা, মা ও ভাগিনাকে হেফাজতে নিয়েছেন বলে জানা যায়।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জুলফিকারকে জামায়াত নেতা হিসেবে অবহিত করে অনেকেই পোস্ট করেছেন। তবে ইউনিয়ন জামায়াতের সভাপতি হামিদুল্লাহ বলেন, দলীয় কোন পদে নেই জুলফিকার। কখনো ছিলোও না।
বোদা থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, খবর পেয়ে মহিজা আক্তার খুকির মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। তবে স্বামী পালিয়েছে। প্রাথমিকভাবে নিহতের গলায় আঘাতের ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।