রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিটা ঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া ইউনিয়নের নেংড়া বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক পাগলা কুকুরের তাণ্ডবে অন্তত ৮ থেকে ৯ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাল-খয়রা রঙের কুকুরটি হঠাৎ করে বাউলভাঙা ও নাগরা বাজার এলাকায় প্রবেশ করে যত্রতত্র লোকজনকে কামড়াতে শুরু করে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন —নজরুল ইসলামের মেয়ে ঝিনুক (৮)চা বিক্রেতা লাল চানের স্ত্রী মর্জিনা (৪০)হায়দারের মেয়েজামাল বৈরাগীর স্ত্রী (৫৫)এছাড়াও আরও কয়েকজনের কামড়ের খবর পাওয়া গেছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত পাগলা কুকুরটি ধরার দাবি জানিয়েছেন স্থানীয়রা।