ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া — এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৭৩%, জিপিএ-৫ অর্জন ৯৯২

Mahamudul Hasan Babu
October 16, 2025 12:35 pm
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া আবারও প্রমাণ করেছে— মানসম্মত শিক্ষা, নিবেদিত শিক্ষক, পরিশ্রমী শিক্ষার্থী এবং সুশৃঙ্খল পরিবেশ মিলেই গড়ে ওঠে শ্রেষ্ঠত্বের ইতিহাস।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ২০২৫-এ কলেজটি অর্জন করেছে এক অভূতপূর্ব সাফল্য।

এ বছর কলেজ থেকে ১,৪৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১,৪৭২ জন উত্তীর্ণ হয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৭৩ শতাংশ। তন্মধ্যে ৯৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা শুধু রাজশাহী বোর্ড নয়, সারাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিভাগভিত্তিক সাফল্য

বিজ্ঞান বিভাগে: ৭৯৪ জন পাশ করেছে, এর মধ্যে ৭৪৬ জন জিপিএ-৫ পেয়েছে।

মানবিক বিভাগে: ৩৪৫ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে: ৩৩৩ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন।

বছরের পর বছর ধরে সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গসহ সমগ্র বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল নাম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাজারো প্রাক্তন শিক্ষার্থী শিক্ষা, গবেষণা, প্রশাসন ও বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
এই ধারাবাহিক সাফল্য আজিজুল হক কলেজকে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং “জ্ঞান ও মানবতার বাতিঘর” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।