মোঃ সাইফুল্লাহ, মাগুরা ; মাগুরায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনকে সামনে রেখে ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব মাগুরা বি আর টি এ-র সহকারি পরিচালক কেসব কুমার দাস দিবসটি পালন উপলক্ষে গৃহীত কর্মসুচি তুলে ধরেন। দিবসটি যথাযথ ভাবে পালনের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সড়ক জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, ট্রাফিক বিভাগের পরিদর্শক ফরহাদ হায়দার, জেলা বাস মালিক গ্রুপের উপদেষ্টা ফোনকানুল হাকিমসহ অন্যরা। সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।