ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেলো এক হাজার ৫৭৫ টন আলু

Mahamudul Hasan Babu
October 16, 2025 3:44 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিবেশি দেশ নেপালে আলুর রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছেই। এই মৌসুমে একদিনে সর্বোচ্চ আলু নেপালে রপ্তানি হয় বৃহস্পতিবার। রপ্তানি হয়েছেন ১ হাজার ৫৭৫ টন আলু। বুধবার যায় ৮৮২ টন। স্টারিক জাতের এসব রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। চলতি মৌসুমে এখন পর্যন্ত নেপালে আলু রপ্তানি হয়েছে ৩৩ হাজার ৭৪৭ টন আলু। নেপালে আলু রপ্তানি হওয়ায় বাজারে আলুর ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে তেমনি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। একই সাথে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যবসায়িরা বলছেন ভারতে যখন রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে ঠিক তখনি নেপালে রপ্তানির নতুন দুয়াল খুলে গেছে। রপ্তানির ধারা অব্যাহত থাকলে কৃষকরা যেমন আলুর ন্যায্যমূল্য পাবেন তেমনি সরকারের আয় হবে বৈদেশিক মুদ্রা। সেই সাথে বন্দর এলাকায় শ্রমিকরা পাবেন কাজ।
বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রর অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, নেপালে বাংলাদেশের স্টারিক জাতের আলুর চাহিদা ব্যাপক। এই মৌসুমে আজ নেপালে সর্বোচ্চ আলু রপ্তানি হয়েছে। মোট আলু রপ্তানি হয়েছে অন্তত ৩৩ হাজার টন। প্রতিদিন যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তা আমাদের আশা জাগাচ্ছে। এতে ব্যবসায়িরা যেমন লাভবান হচ্ছেন তেমনি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।