ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

Mahamudul Hasan Babu
October 17, 2025 12:37 pm
Link Copied!

মো: তোফাজ্জল হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতি ফ্রন্ট এর দিনাজপুর জেলা শাখার আয়োজনে উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতি ফ্রন্ট এর কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির দিনাজপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৃত্তিকা ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাল, জাকের পার্টির জেলার সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি আফজাল হোসেন, জেলা যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সাহেব জামান বাবু, মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রঘুনাথ চন্দ্র রায়, মহিলা ফ্রন্টের জেলার সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক শিউলি খাতুন, জাকের পার্টির বিরল উপজেলার সভাপতি আনোয়ার হোসেন, জাকের পার্টির বীরগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি মোজাহারুল ইসলাম।
 এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে-যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান। প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাতে হবে।
বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনার সময় এসেছে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোটদিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।