ঢাকাSaturday , 18 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ১০ দিনে দেড় শতাধিক উঠান বৈঠক করেছেন জামায়াতের প্রার্থী আব্দুল মতিন

Mahamudul Hasan Babu
October 18, 2025 3:05 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরায় গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে গণসংযোগসহ দেড় শতাধিক উঠান বৈঠক করেছেন মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
তিনি গত ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর শনিবার পর্যন্ত মাগুরা সদরের ৯টি ও শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নসহ মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ১৫৮টি উঠান বৈঠক করেছেন বলে জানা গেছে।
বৈঠকগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, মাগুরা জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, জেলা জামায়াতের শুরা সদস্য বি এরশাদুল্লাহ অহিদ, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর আমীর সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর,সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বৈঠকে আগামী সংসদ নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে পাড়া- মহল্লায় আরো বেশী করে কাজ করার আহবান জানানো হয়।