আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী বাউফল উপজেলায় মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’-এর উদ্যোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সংগঠনের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, “স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। আজ আমরা হাসপাতালের বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি—অনেক জায়গায় জঙ্গল, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে পরিবেশটি চিকিৎসার অনুপযোগী হয়ে পড়েছে। রোগীরা এ কারণে আরও ভোগান্তিতে পড়ছেন। তাই আমরা কিছু জায়গা পরিষ্কার করেছি। তবে এটি স্থায়ী সমাধান নয়; হাসপাতালের কর্মচারীদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা পরিচ্ছন্ন রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, “স্প্রেইড হিউম্যানিটি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক কার্যক্রম আরও প্রসারিত করতে সকল সামাজিক ও মানবিক মানুষদের সহযোগিতা প্রয়োজন।”
কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক তানভীর রহমান, দপ্তর সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, মিজানুর রহমান ইমরান, লিজা আক্তার, সদস্য সাইমুন, মেহেদী, আরাফাত ইসলাম, মোশাররফ, আয়শাসহ অন্যান্য সদস্যরা।