ঢাকাSaturday , 18 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ

Mahamudul Hasan Babu
October 18, 2025 5:32 pm
Link Copied!

‎আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:‎পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরনকে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

‎আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

‎নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে জেলেদের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করেন মাহামুদুল হাসান হিরন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও, অভিযোগ রয়েছে তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

‎নোটিশে আরও বলা হয়েছে, এ অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে না—সেই কারণ দর্শাতে তাঁকে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বিতরণে অনিয়মের এই অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।