সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি গঠন ও এক প্রাণবন্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হাজীপুরের বাগানবাড়ি বাজার প্রাঙ্গণে এই আয়োজনটি সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন এলাকার শতাধিক সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হাজীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, এবং সাংগঠনিক সম্পাদক শ্রী খীরত চন্দ্র রায়। নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ঠাকুরগাঁও-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের ন্যায়বিচার, সমঅধিকার ও স্বচ্ছ রাজনীতির আন্দোলনে বিশ্বাসী। গ্রামীণ পর্যায়ে ঐক্যবদ্ধ সংগঠনই ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনের চালিকাশক্তি।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আবু বাসার বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাণীশংকৈল উপজেলা সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী প্রমুখ। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুললেই জাতীয় রাজনীতিতে গণঅধিকার পরিষদ তার ভূমিকা সুদৃঢ় করতে পারবে।
বক্তারা আরও উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক ন্যায্যতা এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা। এজন্য প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল নেতৃত্ব এবং নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে।
সমাবেশে উপস্থিত কর্মী-সমর্থকরা দলীয় ঐক্য ও শৃঙ্খলার প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসমাবেশ শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।