ঢাকাSunday , 19 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, তিনজনের কারাদণ্ড

Mahamudul Hasan Babu
October 19, 2025 3:35 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:তেঁতুলিয়া নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ চলাকালে বাউফলে অভিযান টিমের উপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় মৎস্য অধিদপ্তর, বাউফল উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে কয়েকটি ট্রলার তাড়া করলে কিছু জেলে অভিযান টিমের উপর হামলা চালায়। এতে স্পিডবোট চালক ও ট্রলার মাঝিসহ একাধিক ব্যক্তি আহত হন।

পরে ঘটনাস্থল থেকে তিনজন জেলেকে আটক করা হয়। তাদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।