আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইল জেলার ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দী গ্রামের মৃত-কফিল উদ্দিন তালুকদারের ছেলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ি সাগর তালুকদার (৩৭) সে দির্ঘ্য দিন যাবৎ চাঁদাবাজী ও মাদক সম্রাট ইয়াবা ও হিরোইন বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে।
এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পলাতক খন্দকার জাহিদ হাসানের ছত্রছায়ায় মাদক ব্যবসা ও চাঁদাবাজী সহ অন্যান্য অপকর্ম সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকারের পতনের বেশ কিছুদিনের জন্য গাঁ-ঢাকা দিলেও পরে সে বিভিন্ন প্রভাবশালী শক্তিতে পুনরায় বেপরোয়া ভাবে মাদক ব্যবসা ও চাঁদাবাজীসহ সকল প্রকার অপকর্মের সাথে আবারও সম্পৃক্ত হয়ে তার অপকর্মকান্ড চালাচ্ছে। এলাকার লোকজন ভয়ে কিছু বলতে পারছেনা।
সম্প্রতি শিয়ালকোল গ্রামের সাকিরুল ইসলাম তালুকদারকে জিম্মি সাগর তালুকদার তার সহযোগীদের নিয়ে করে ১ লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নেয়। উক্ত শিয়ালকোল গ্রামের ঋষি পাড়ার দয়াল ও পূর্ণ দাস এর নিকট থেকে শালিসের নাম করিয়া ৮০হাজার টাকা হাতিয়ে নেয়।
অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বিশিষ্ট সমাজ সেবক এবং দীপালী স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আক্তারুজ্জামান খাঁনের নিকট দির্ঘ্য দিন যাবৎ ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে চাঁদা না দেওয়ায় বিগত ৫ আগস্ট ২০২৪ সালে ক্লাবের মালামাল লুটসহ কিছু মালামাল বাহির করে অগ্নি সংযোগ করে এবং ক্লাবটি দখল করার চেষ্টা করে এবং আক্তারুজ্জামান খাঁনকে প্রাণ নাশের হুমকী প্রদান করিয়া আসিতেছে।
অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মাঃ আক্তারুজ্জামান খাঁন ও এলাকার সুধীজনরা জানান, এলাকার শান্তির স্বার্থে ও যুবসমাজ রক্ষার্থে মাদক ও চাঁদাবাজী সহ সকল অপরাধ কর্মকান্ড বন্ধের জন্য মাদক সম্্রাট ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে দাবী জানিয়েছেন।
টাঙ্গাইল জেলা মাদক প্রতিরোধ কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি তাঁকে।