ঢাকাWednesday , 16 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আপোষ মিমাংসার মাধ্যমে উভয় পক্ষের মামলা প্রত্যাহার বিরলে বালাইনাশক বিক্রেতা মাহবুব আলম ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনের সংবাদ সম্মেলন।

Mahamudul Hasan Babu
October 16, 2024 10:22 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বালাইনাশক বিক্রেতা মাহবুব আলম ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনের মধ্যকার সৃষ্ট ঘটনায় উভয় পক্ষের পাল্টা পাল্টি মামলা আপোষ মিমাংসার মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছ।
বুধবার সকালে বিরল পৌর এলাকার পূর্বমহেশপুর মোড়ে এক উভয় পক্ষের যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের সাথে আগামীতে মিলেমিশে চলার ঘোষনা দিয়েছেন তারা। এসময় স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে বালাইনাশক বিক্রেতা মাহবুব আলম বলেন, অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে অনেকের মানসম্মানহানী হয়, যাতে আমি অনুতপ্ত হই এবং আমার পরিবার ও শুভাকাঙ্খিদের সাথে বিষয়টি আলোচনা করে বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ভাইসহ আমাদের মধ্যকার সৃষ্ট ঘটনার উভয়পক্ষই আপোষ মিমাংসা করে নিয়ে উভয় উভয়ের মামলা প্রত্যাহার করেছি। আমার সাথে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যা কিছু বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রচার করা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ও ব্যথিত। আমি সকলের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।
তিনি আরো বলেন, আমি ঘোষণা করছি গত ২৪ সেপ্টেম্বর/২০২৪ তারিখে ৫ টার সময় পূর্বমহেশপুর মোড়ে ঘটে যাওয়া বিষয়টি সম্পূর্ণ ভুলবুঝাবুঝি থেকে মামলা পর্যায় গড়ায়। আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কারো বিনানুরোধে বিবেকের তাড়নায় সংবাদ সম্মেলন করে বিষয়টি সকলকে অবগত করতে চাই। এসময় বিরলের বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য ভালো কিছু করতে চাই। সকলে মিলেমিশে একসাথে সমাজের উন্নয়নে কাজ করতে চাই।