ঢাকাTuesday , 21 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে টেন্ডারে বিক্রি, বঞ্চিত ভূমির মালিক!

Mahamudul Hasan Babu
October 21, 2025 12:29 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর ) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে রাস্তার গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি হলেও রহস্যজনক কারনে টাকা থেকে জমির মালিকগণ বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী জমির মালিকরা।

জানা গেছে, কাবিলপুর ইউপি কার্যালয়ের সম্মুখের রাস্তায় লাগানো ২ হাজার ইউক্যালিপটাস গাছ গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। লালদিঘী মেলা জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে আমিনুল ইসলাম নামে একজন মুসল্লী ২৮ লক্ষ ৮৫ হাজার টাকায় ভ্যাট ছাড়া সর্বোচ্চ দরদাতা হিসেবে গাছগুলো ক্রয় করে। তিনি গাছ কর্তনের কাজ শেষ হলেও রাস্তার পাশের জমির মালিকগণ গাছের টাকা না পেয়ে উপজেলায় দৌড় ঝাপ করছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ৩ বছর আগে সমিতির লোকজন ১২ লাখ টাকায় গাছগুলো বিক্রয় করেন জামালপুর গ্রামের তারা প্রামানিকের ছেলে মিল্টন প্রামানিকের কাছে।
লালদিঘী মেলার দেশ সেবা সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন, ২০০৩ সালে কাবিলপুর ইউনিয়নের লালদিঘি মেলা থেকে পদুঘাট পর্যন্ত ২ হাজার ইউক্যালিপটাস গাছ রোপণ করে দেশসেবা সংস্থা। তৎকালিন কাবিলপুর ইউপি চেয়ারম্যান জায়দুল হক ১০ বছরের জন্য চুক্তি নামায় স্বাক্ষর করেন। উপকারভোগী ৭০ শতাংশ, ইউনিয়ন পরিষদ ১৫ শতাংশ, জমির মালিক ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসন ৫ শতাংশ ।

জমির মালিক জামালপুর গ্রামের আজাদুল ইসলাম আজাদ, সায়েব মিয়া, রফিকুল ইসলাম জানান, ২০০৩ সালে তাদের জমির উপর রাস্তায় গাছগুলো রোপণ করে সমিতির লোকজন। গাছ বিক্রির সময় জমির মালিকদেরকে ১০ শতাংশ হারে টাকা প্রদান করার কথা ছিল এবং সেই মোতাবেক রাস্তায় গাছ লাগানো হয়েছে।
তারা আরও বলেন, গাছ বিক্রির পরেও সমিতির সদস্যরা বলছেন জমির মালিক টাকা পাবে কিন্তু উপজেলা বন বিভাগ বলছে জমির মালিক টাকা পাবে না। টাকার জন্য শতাধিক লোকজন উপজেলা প্রশাসনের দারে দারে ঘুরেও কোন সুরাহা পায়নি। উল্টো জমির মালিকরা কোন টাকা পাবে না বলে উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন মহন্ত তাদেও হয়রানি করছেন। মিল্টন প্রামানিক উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা এবং বণ কর্মকর্তার যোগসাজশে ভুমি মালিকদের প্রাপ্য ১০ শতাংশ হারের টাকা কৌশলে পরিচর্যার জন্য বরাদ্দ দেখিয়ে শতাধিক কৃষকের প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেন ভুমি মালিক আব্দুল মান্নান,সামাদ আলী, বাবলু মিয়াসহ অনেকেই।
উপজেলা বন অফিসার আবুল কালাম আজাদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাছে কোন কাগজ পত্র নেই। ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন মহন্ত এর নিকট চুক্তিনামা রয়েছে, উক্ত চুক্তিনামায় রাস্তার গাছের কোন টাকা পাবে না জমির মালিক।
কাবিলপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম জানান পরিষদ ১০ শতাংশ হারে টাকা পেয়েছে। ভুমির মালিকরা টাকা পাবার কথা থাকলেও দীর্ঘদিন আগে চুক্তিনামা হওয়ার কারনে চুক্তিনামা পরিষদে সংরক্ষিত না থাকায় আমরা কিছুই বলতে পারছি না।
ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন মহন্তকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই।
ঋারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা তানভীরুল আহমেদের সাথে কথা হলে তিনি বলেন উপ-প্রশাসনিক কর্মকর্তা ছুটিতে আছেন, ছুটি থেকে ফিরে আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।