ঢাকাTuesday , 21 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে চালের আড়তে মোবাইল কোর্ট : প্লাস্টিক ব্যাগে চাল বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
October 21, 2025 12:32 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর থেকে প্রতিনিধি :মেহেরপুরের গাংনী বাজারে চালের আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গাংনী বাজারের চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন আদালত পরিচালনা করে প্লাস্টিক (পলিথিন ) ব্যাগে চাল সংরক্ষণ ও বিপনন করার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জানা গেছে, পলিথিন ব্যাগে চাল সংরক্ষণ ও বিপননের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ায় চাল ব্যবসায়ী দক্ষিণ ভরাটের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে শরীফ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সালাইদ্দীনকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৪/১৪ ধারা অনযায়ী ৩ হাজার টাকা এবং কাষ্টদহ গ্রামের মাহের আলীর ছেলে কাবরান আলীকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুণ অর রশীদ । মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় গাংনী থানার পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।