রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে গোপালপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আভঙ্গি এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি আভঙ্গি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় নেতৃত্ব দেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অটো রিকশা ভ্যান ২৬০৬ সমিতির সভাপতি মো. ইউসুফ আলী, ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা বহন করে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
এ সময় বক্তারা বলেন, সরকার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাঠে আন্দোলন অব্যাহত থাকবে। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।