ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিরাপত্তা ঝুঁকির মুখে ফ্লাইওভার, ১৪০ নাট-বোল্ট চুরি

Mahamudul Hasan Babu
October 22, 2025 12:44 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ফ্লাইওভারটির স্টিল গার্ডার থেকে অন্তত ১৪০টি নাট-বোল্ট ও ৫৩টি ওয়াশার খুলে নিয়েছে চোরের দল। তবে পুলিশ বলেছে এসব চোরের দলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ফ্লাইওভারটির নাট-বোল্ট ও ওয়াশার চুরির বিষয় সিটি করপোরেশনের তদন্তে উঠে এসেছে।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভারের দ্বিতীয় গেট এলাকায় নাট-বোল্ট চুরি হয়েছে, যা কাঠামোর স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ।কমিটি দ্রুত নতুন নাট-বোল্ট সংযোজন, নিয়মিত পরিদর্শন ও মাদকাসক্তদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে।
জানা গেছে, ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ফ্লাইওভারটি যান চলাচল শুরু হয় ২০১৭ সালের ১৬ জুন। ২০১৯ সালের ১ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের জন্য ফ্লাইওভারটি সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। তবে সাত বছর পার হলেও ফ্লাইওভারের কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণ বা নিরীক্ষা হয়নি। ফ্লাইওভারের নিচে ১৫ কোটি টাকা ব্যয়ে করা সৌন্দর্যবর্ধন প্রকল্পও এখন ধ্বংসের মুখে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ২ নম্বর গেট এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
চসিকের নির্বাহী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। মাদকাসক্তদের একটি চক্র এ কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নতুন নাট-বোল্ট স্থাপন ও কাঁটাতার দেওয়া হয়েছে। বাকি সুপারিশগুলো বাস্তবায়নের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।