ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নহাটা বাজার বণিক সমিতির এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 22, 2025 4:39 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা প্রতিনিধিঃ  মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজার বণিক সমিতির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার-২১ অক্টোবর রাতে নহাটা এজি ফাজিল ডিগ্রি মাদ্রাসা কক্ষে সমিতির সদস্য মোঃ জাকির হোসেন নিশানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের অনুমোদনে ঘোষিত ১৬ সদস্য বিশিষ্ট এডহক কমিটির আহবায়ক করা হয়েছে জাহিদুল ইসলাম জেডকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মারুফ হোসাইন।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদস্য,মোঃ বহারুল ইসলাম,মোঃ সুজন সরদার,নূর মোহাম্মদ মোল্ল্যা,মধুসূধন বিশ্বাস,মিলন ঘোষ প্রমূখ।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন,শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের অধিকার নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।বক্তারা বলেন নহাটা বাজার মহম্মদপুরের অন্যতম বাণিজ্যকেন্দ্র।এখানে প্রতিদিন শত শত ক্রেতা-বিক্রেতা লেনদেনে অংশ নেন।তাই বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এ সময় ১৬ জন কমিটি সদস্য ছাড়াও ২০ জন নৈশকালীন বাজার ডিউটির দলপতি উপস্থিত ছিলেন।