বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নবনগর নাট মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার ২১ অক্টোবর বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল ইসলাম নয়ন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ৯নং ওয়ার্ড সভাপতি তাজেল ইসলাম মোল্লা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান।
যুবদল নেতা শেখ শাহানুর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মোঃ সোহরাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।পথসভায় বক্তারা দলীয় ঐক্য,সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামী জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।