বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে প্রেসক্লাব মহম্মদপুরের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হীরা।সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য মো.রেজাওয়ানুর রহমান রাসেল,এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষক দলের সহ-সামাজিক বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।
এ সময় আরো রাখেন জেলা কৃষক দলের সহ-সভাপতি মো.মশিউর রহমান রিংকু,পৌর মহম্মদপুর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. এহসানুল হক পলাশ,ও সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষক দল ওবায়দুর রহমান মহম্মদপুরের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কৃষক দলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।ফুলের সংবর্ধনা প্রাপ্তরা হলেন,
দিদার হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক,জেলা কৃষক দল,সজিবুল ইসলাম সজীব,যুগ্ম-সাধারণ সম্পাদক,জেলা কৃষক দল,সৈয়দ আজাদ আলী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,জেলা কৃষক দল,
মো.মিলন মিয়া ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক, জেলা কৃষক দল,মো.রবিউল ইসলাম রনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,জেলা কৃষক দল,মো. জাহিদুল ইসলাম পাঠাগার বিষয়ক সম্পাদক,জেলা কৃষক দল,এবং মমিনুর রহমান সদস্য,জেলা কৃষক দল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নবনিযুক্ত নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।