ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মাণকল্পে ঠিকাদার নির্বাচনের নিমিত্তে উন্মুক্ত লটারী

Mahamudul Hasan Babu
October 23, 2025 12:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মাণ কর্মসূচীর আওতায় আবেদনকৃত ঠিকাদারদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৫ টি প্যাকেজে ২৫ টি বীর নিবাস প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদার নির্বাচনের জন্য উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ্ এই লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী প্রমুখ।
এছাড়াও উপজেলা পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী আলিমুল রেজা, অফিস সহকারী নাহিদুল ইসলাম, জুনিয়র অফিস সহকারী হাবিবুর রহমান ও ইউপি সদস্য আজগর আলী উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সিনিয়র সাংবাদিক অমিরুল ইসলাম অল্ডাম সহ সাংবাদিকবৃন্দ এবং সিডিউল ক্রয়ের মাধ্যমে আবেদনকৃত ১৪২ জন ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে বেশীরভাগ ঠিকাদারসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।