এস এ ডিউক ভূইয়া-তিতাস( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাসে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার
জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অত্র বিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াস উদ্দিন বাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ সাইফুল্লাহ। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান,মোসামৎ কামরুন্নাহার, সুভাষ চন্দ্র সাহা,নাজির হোসেন,
মোসামৎ ইয়াসমিন জাহান, মৌলভী আবদুর রশিদসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা।