মো: আসাদুজ্জামান খাঁন : (চুনারুঘাট প্রতিনিধি)বিশ্ব সাহিত্য কেন্দ্র ও চুনারুঘাট উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়
চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহনা পাল, ১ম স্থান, এবং কৃত্তিকা পাল, ২য় স্থান, অর্জন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুজিত চন্দ্র দেবসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ তাদেরকে অভিনন্দন জানান। উক্ত
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) জনাব তৌফিক আনোয়ার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাওছার শোকরানা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব জগদীশ দাশ তালুকদার,লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মাজহারুল ইসলাম রুবেল , দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব মো: বশির মিয়া, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট লিডার অমিত চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।