ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সনাতন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 24, 2025 12:46 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:আধুনিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডে মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট।

সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন কুমার সিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস. এম হান্নান, ফ্রন্টের যুগ্ম আহবায়ক চঞ্চল চন্দ্র মন্ডল এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব তপন চন্দ্র মহন্ত।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ, তাদের প্রত্যাশা, উদ্বেগ ও নানা অভিমত তুলে ধরেন। তারা আরো বলেন, একটি বৈষম্যহীন, সহাবস্থানমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সম্প্রদায়ভিত্তিক সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব নিয়েও আলোচনা হয় সভায়।