আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে গনি মাস্তানের আখড়াবাড়ি ভাঙ্গার অপচেষ্টা: মাজারে চুরি মাজারে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরগোফা গ্রামস্থ গনি মাস্তান এর মাজারে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত গনি মাস্তান এর মাজারে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষ করে ভক্তরা সবাই নিজ নিজ বাড়িতে যায়। পরের দিন সকালে মাজারে এসে দেখতে পায় মাজারের ৩টি গিলাপ (চাদর) চুরি হয়েছে। সেই সাথে মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরির অপচেষ্টা করে চোরেরা। এবং দানবক্সটি মাজরের পাশে এক খালে ফেলে যায়।
এদিকে,খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও গাংনী থানার ওসি বানী ইসরাইলসহ পুলিশের একটিদল।
মাজারের ভক্ত ইউনুস আলী জানান, রাতে মাজারে শিরনী অনুষ্ঠান শেষে তারা সেখান থেকে চলে যায়। সকালে এসে তারা দেখতে পাই মাজারে টাঙ্গিয়ে রাখা গিলাপ চুরি হয়েছে। সেই সাথে ফুলের মালা ছেড়া এবং মাজারের আঙ্গিনার বাঁশের তৈরী বেড়া ভাঙ্গা দেখতে পান।
গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এ ঘটনার কাজ করেছে,তা চিন্তিত করে তাদের আইনের আওতায় নেয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধী যেই হউক,তদন্ত সাপেক্ষে তাদের বিচার হবে।
