মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাজহারুল আলম মিলনের মাতা মাহফুজা বেগম (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তানাদি, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে পীরগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
