আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের অন্তর্গত খড়মপুর গ্রামে যুব সমাজকে বিপদগামীতা,নেশা ও মাদকমুক্ত রাখতে, সমাজের নানা শ্রেনীপেশার মানুষকে বিনোদন দিতে এবং সুন্দর প্রজম্ম উপহার দেয়ার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার অগ্রদূত শহীদ আবু সাঈদ নামে স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। খড়মপুর গ্রামবাসী ঐক্যবদ্ধ ও ঐকান্তিক প্রচেষ্টায় নতুন করে তরুণ ও যুব সমাজের খেলা ধূলার সুযোগ সৃষ্টি করতে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। আজ বৃুধবার দুপুরে (বাদ জোহর) খড়মপুর দক্ষিন পাড়া মাঠে স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলার ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান , বিএনপির বিশিষ্ট নেতা আখেরুজ্জামান আখের। এসময় গঠনমূলক ও , দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজুল ইসলাম,কসবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুজ্জামান নুরু ,জেলা যুবদলের সভাপতি কাউছার আলী, বাহাগুন্দা গ্রামের কৃতি সন্তান ও ধানখোলা ইউপি চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক নূর ইসলাম,আড়পাড়া গ্রামের বিএনপি নেতা বুলবুল আহমেদ, খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস, লাল্টু মাষ্টার , মোস্তাক আহম্দে প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায় ছিলেন, খড়মপুর গ্রামের কৃতি সন্তান ও বিএনপি নেতা হাবিবুর রহমান কাজল, সাইফুল ইসলাম রাজা। এসময় উপস্থিত ছিলেন, খড়মপুর গ্রামের সার্বিক উন্নয়নের স্বপ্নদ্রষ্টা টোকন আলী। যার অক্লান্ত পরিশ্রম ও সার্বিক ব্যবস্থাপনায় অনেক চড়াই উৎরাই পেরিয়ে নতুনভাবে খেলার মাঠ উদ্বোধন করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খড়মপুর গ্রামের কৃতি সন্তান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ,ধানখোলা ইউপি সচিব রফিকুল ইসলাম , পাকুড়িয়া গ্রামের নুরুল ইসলাম, ইটভাটা মালিক রিপন আলীসহ খড়মপুর ও আশেপাশের গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা ও বিশেষ মোনাজাত শেষে আমন্ত্রিত নানা বয়সী প্রায় দেড় হাজার লোকের মাঝে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
সব শেষে গ্রামের তরুন যুবক খেলোয়াড়দের নিয়ে নতুন ফুটবল মাঠের শুভ উদ্বোধন ঘোষনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান আখের।
নতুন মাঠ উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাহাগুন্দার ইউপি চেয়ারম্যান প্রার্থী ২ টি ফুটবল ও নগদ ১৫ হাজার টাকা অনুদান ঘোষনা কনেন। এমনিভাবে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্ক্ষিক লাল্টু মাষ্টার ১ সেট জার্সি ও ধাণখোলা ইউপির প্যানেল ছেযারম্যার ফিরোজুল ইসলাম ১ সেট জার্সি অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেন।