এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ ওবায়দুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান,মুসলিম সবাই আমরা বাংলাদেশী। বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। সকলে মিলে মিশে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শরণখোলা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, শরণখোলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ দাস, শরণখোলা উপজেলা পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী গোপাল কর্মকার, শিক্ষক ষড়ানন সিকদার, তাপস ভৌমিক, শিক্ষক রনজিতা রানী প্রমূখ
