আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে কৃষকদের সার ও বীজ সরবরাহের বর্তমান অবস্থা, ডিলারদের বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন, সংরক্ষণ ও বিপনন কার্যক্রম এবং বাজারে কৃত্রিম সংকট রোধে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। সার ডিলারদের বিরুদ্ধে আমরা মনিটরিং কমিটির পক্ষ থেকে আমরা সারের কৃত্রিম সংকট রোধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইনা। আমরা সার ডিলারদের প্রতিপক্ষ নই। আমরা সারের কৃত্রিম সংকট সৃষ্টি নার করে কৃষি উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর গাংনী গড়ে তুলতে চাই। জেলা বা উপজেলা পর্যায়ে সারের যে বরাদ্দ এই বরাদ্দ সুষ্ঠুভাবে কৃষকদের মাঝে সঠিক নিয়মে এবং সরকারি নির্দেশনা মোতাবেক সরবরাহ করলে সারের সংকট থাকবে না। কৃষক যেন চাহিদামত পর্যাপ্ত সার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডিলারদের সমস্বিতভাবে কাজ করতে হবে। এই বিষয়টি মনিটরিং করতে উপজেলা কৃষি অফিসার ও ডিলারদের সমন্বিত ভাবে কাজ করতে হবে। বিসিআইসি, বিএডিসি ও সাব ডিলারসহ গনমাধ্যমকর্মীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এসব কথা বলেন।
ইউএনও আরও বলেন, বিধি মোতাবেক নির্ধারিত ওয়ার্ড বা ইউনিয়নে ডিলার নিয়োগ দেয়া হয়েছে সেই জায়গায় গো-ডাউন নিয়ে সার সরবরাহ করতে হবে। এর ব্যত্যয় করা যাবে না।সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে ও সার বিপননে যদি কোন ডিলার দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কওে সাজা দেয়া হবে ও ডিলারশীপ বাতিলের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।
মতবিনময় সভায় ্ইউএনও উপস্থিত সকলকে জানান, সারের উপাদানে টিএসপি ও ডিএপিতে ফসফেটের অনুপাত বেশী থাকায় কৃষকদের এর মাঝে চাহিদা অনেক বেড়ে গেছে। কৃষকরা সব আবাদেই টিএসপি সার বেশী ব্যবহার করতে চাই্ । সে কারনে কিছুটা সংকট দেখা যায়। সর্বোপরি কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী বিঘাপ্রতি সারের ব্যবহারের চেয়ে অনেক বেশী সার জমিতে প্রয়োগ করা হচ্ছে। এছাড়াও তামাকের চাষ করার জন্য অনেক চাষী সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করছে। বরাদ্দকৃত টিএসপি,ডিএপি, এমওপি ও ইউরিয়া সার সুষমভাবে ব্যবহার করলে মাটির উর্ববরতা বৃদ্ধি পাবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজন এবং কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় গাংনীতে সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , গাংনী উপজেলা কৃষি অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ইমরান হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই মহিবুল্লাহ, গাংনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলামসহ কৃষি অফিসের সহকারিবৃন্দ ও উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ । এসময় আরও উপস্থিত ছিলেন বিসিআইসি, বিএডিসি ও সাব ডিলারসহ সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মাজেদুল হক মানিক প্রমুখ।
মতবিনিময় সভায় সার ডিলার শহিদুল ইসলাম শাহ,তৌহিদ মুর্শেদ অতুল, জামালউদ্দীন, ফারুক হোসেনসহ বেশ কয়েকজন বলেন, সারের বরাদ্দ অপ্রতুল , তাই সারের বরাদ্দ বৃদ্ধি এবং বাইরে থেকে সার সংগ্রহ করার জন্য আহবান জানান।
