ঢাকাSaturday , 25 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী : ঘুষ বাণিজ্য চরমে!

Mahamudul Hasan Babu
October 25, 2025 3:07 pm
Link Copied!

মনিরুজ্জামান সুমন: প্রতিনিয়ত মাদক কারবারীদের ধরে ছেড়ে দেয়া। সাপ্তাহিক চুক্তিতে গড়াই নদীতে নিষিদ্ধ সময়েও মাছ ধরার সুযোগ করে দেয়া। বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করে ছেড়ে দেয়া। বিস্ফোরক দ্রব্য ধরে ছেড়ে দেয়া ও প্রতি বাজারের দিন মোটরসাইকেল আটকের নামে ঘুষ বাণিজ্য এবং বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠান থেকে মাসোহারা গ্রহণসহ নানা অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। শৈলকুপা থানার এস আই ও এএস আই এর বিরুদ্ধে এমন অভিযোগ এখন নিত্যদিনের সঙ্গী। চরম ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েছে তারা।
বিশেষ করে ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এতে করে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ ও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহের শৈলকুপা, মাগুরার শ্রীপুর ও রাজবাড়ীর পাংশা জেলার সীমান্তে অবস্থিত লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্প। এই ক্যাম্পের পাশেই অবস্থিত লাঙ্গলবাঁধ বড় বাজার। এই বাজারে প্রতিনিয়তই তিন জেলার মানুষের আনাগোনা।

তথ্য অসুনন্ধানে উঠে এসেছে, লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পে এসআই তামিম ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে বেড়েছে মাদক কারবারীদের আনাগোনা, জুয়ার আসর, চুরি, ছিনতাই, অবৈধভাবে গড়াই নদী থেকে মাছ শিকার ও সরকারী জায়গায় মাটি ভরাটসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি এসআই তামিম শ্রীপুর উপজেলার নবগ্রামের কাদের মোল্লার ছেলে জামালকে ২ পিচ ও শৈলকুপার নতুনভূক্ত মালিথিয়া গ্রামের শামীমকে ২পিচ ইয়াবা ট্যাবলেটসহ লাঙ্গলবাধ নৌকা ঘাট এলাকা থেকে আটক করে। পরবর্তীতে তাদের ছেড়ের জন্য ৬০ হাজার টাকা দাবী করে। এদের মধ্যে জামাল ২৩ হাজার টাকা দিলে তাকে ছেরড়ে দেয়। এসময় শামীম টাকা না দিলে তাকে আদালতে প্রেরণ করে।
গত বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবাধ ওয়াপদা থেকে শৈলকুপা উপজেলার বড়বাড়ী বগুড়া গ্রামের ইউসুফ শেখের ছেলে রনি শেখ ও একই গ্রামের জীবন শেখকে এক পুটলা গাজাসহ আটক করে। তাদেরকে ২৭ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
এর আগে লাঙ্গলবাধ বাজার থেকে বিপুল পরিমান পটকা বাজী ও বিস্ফোরক দ্রব্যসহ শ্রীপুরের ভনো নামের এক ব্যবসায়ীকে আটক করে। পরে তাকে থানায় নেয়ার কথা বলে পথিমধ্যে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
পাংশা উপজেলার নাদুরিয়া গ্রামের বাহারুল ও মোস্তফাকে ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে মাছ ধরার অনুমতি দিয়ে তাদের কাছ থেকে ৪ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তারা মাছ ধরতে গেলে তাদের আটক করে আরো টাকা দাবী করে।
এছাড়াও লাঙ্গলবাধ বাজার থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার তথ্য পাওয়া গেছে। অপর দিকে প্রতি রবি ও বৃহস্পতিবার লাঙ্গলবাধ বাজারের দিন হলে প্রতিনিয়তই শতাধিক মোটরসাইকেল আটক করে রাতের আধারে টাকার বিনিময়ে ছেড়ে দেয়।

রাজিব নামের এক মোটরসাইকেল চালক অভিযোগ করেন, গত রবিবার একটা জরুরী কাজে লাঙ্গলবাধ বাজারে যায়। কাজ শেষে মোটরসাইকেল নিয়ে পাম্পে তেল কিনতে গেলে ক্যাম্পের সামনে থেকে গাড়ীসহ পুলিশ আমাকে আটক করে। কাগজপত্র ও হেলমেট থাকা সত্বেও দীর্ঘ ৫ ঘন্টা ক্যাম্পে বসিয়ে রেখে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এসময় আরো অনেক মোটরসাইকেল চালক আটক ছিলো। তবে কোনো মোটরসাইলের মালিককে মামলা দেয়া হয়না। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে।

এলাকাবাসী ও লাঙ্গলবাধ বাজারের ব্যবসায়ীরা জানান, ক্যাম্প আইসি এসআই তামিম যোগদানের পর থেকে বেড়েছে মাদক ব্যবসা ও চুরিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড। মাদক ব্যবসায়ীদের ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। বাজারের বিভিন্ন দোকান থেকে মাসোহারা নেয়। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় বিভিন্নভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানী করা হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

এ বিষয়ে জানতে ক্যাম্প ইনচার্জ এসআই তামিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি থানায় এসেছি, অনেক ব্যস্ত। পরে আপনার সাথে কথা বলবো। এই বলে তিনি ফোন কেটে দেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, শৈলকুপার লাঙ্গলবাধ ক্যাম্পের এসআই তামিমসহ অন্যান্য কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।