ঢাকাSunday , 26 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একজন মানবিক ওসি বুলবুল ইসলাম

Mahamudul Hasan Babu
October 26, 2025 8:20 am
Link Copied!

রেজুয়ান খান রিকন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:প্রাচীনকালে পুলিশের সৃষ্টি হয়েছিল খাজনা আদায়ের জন্য। সেই সময় পুলিশ জনগণের কাছ থেকে সরকারের খাজনা আদায় করত। সময়ের পরিক্রমায় সেই পুলিশ বাহিনী আজ অনেকটাই জনবান্ধব রূপ ধারণ করেছে। জনসেবায় পুলিশের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতে এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী, উদ্যমী ও মানবিক তরুণ-তরুণীরা দলবদ্ধভাবে এই পেশায় যোগ দিচ্ছেন। সুতরাং পুলিশের গুণগত পরিবর্তন এখন সাধারণ মানুষের চোখেও দৃশ্যমান। যদিও কিছু ব্যতিক্রম রয়ে গেছে, তবে ব্যতিক্রম কখনও নিয়মের উদাহরণ হতে পারে না। এখন ৯৯৯ নম্বরে ফ্রি কল করলেই পুলিশ আপনার দরজায় উপস্থিত হয়। আপনি গহীন অরণ্যে বা মাঝনদীতে বিপদে পড়লেও একটি ফোনকলেই বাংলাদেশ পুলিশের সদস্যরা আপনার পাশে ছুটে আসেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের দক্ষ নেতৃত্বে পুলিশের এই ইতিবাচক পরিবর্তনের পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনেক ডাইনামিক কর্মকর্তা । এমনি একজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুযোগ্য ওসি মোঃ বুলবুল ইসলাম। ‘পুলিশ জনগণের বন্ধু’এই স্লোগান শুধু মুখের কথা নয়, বাস্তবেও প্রমাণ করছেন এমন অনেক মানবিক পুলিশ কর্মকর্তা। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও তাঁরা পিছিয়ে নেই। দু-একজনের অপকর্মের কারণে পুরো বাহিনীকে দোষারোপ করা ঠিক নয়।
কারণ পুলিশ বিভাগে আছেন হাজারো বুলবুল ইসলাম, যাঁরা তাঁদের সততা ও মানবিকতা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন। মানবিক পুলিশ কর্মকর্তা ওসি বুলবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই মানুষের দুঃখ-কষ্ট দেখলে আমার কষ্ট লাগত। সাহায্য করতে ইচ্ছে করত। পুলিশের চাকরিটাই এমন এখানে মানুষের পাশে থাকার সুযোগ আছে। মানুষের বিপদের সময় যে পাশে থাকে, সেই-ই প্রকৃত বন্ধু। আমি কোনো জনপ্রতিনিধি বা বিশিষ্ট ব্যক্তি হতে চাই না, আমি শুধু মানুষের দুঃসময়ের বন্ধু হতে চাই। তাই নিজের সাধ্য অনুযায়ী সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। গোবিন্দগঞ্জ থানায় যোগদানের পর থেকে তিনি থানার চেহারাই বদলে দিয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে থানার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন, যাতে সেবা প্রার্থীরা থানায় এসে হয়রানির শিকার না হন এবং স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করতে পারেন।
তার সততা, বিচক্ষণতা ও মেধার মাধ্যমে তিনি গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, মামলা জট, চুরি-ডাকাতি ও দখলবাজদের দৌরাত্ম্য অনেকাংশে কমিয়ে এনেছেন। তার চোখে ধনী-গরিব, জেলে-রিকশাচালক সবাই সমান। সবশেষে ওসি বুলবুল ইসলাম বলেন, আমাদের পাঠানো হয়েছে মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্দ্র প্রহরী আমাদের কাজ হলো দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং মুক্ত করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। সচেতন মহল মনে করছেন,
একজন অফিসার ইনচার্জ হয়েও সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে নিজেকে যেভাবে নিবেদিত রেখেছেন ওসি মোঃ বুলবুল ইসলাম, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত।