বোদা (পঞ্চগড়) প্রতিনধি : বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফরহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বোদা থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল, উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেলদৌস চিন্ময়, উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, এনসিপির বোদা উপজেলা সমন্বয়ক শিশির আসাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে পরামর্শ প্রদানসহ মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
