ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরের নহাটা বাজারে বণিক সমিতি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 28, 2025 12:16 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে বণিক সমিতি গঠনের প্রয়োজনীয়তা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নহাটা বাজার গরুর হাট প্রাঙ্গণে স্থানীয় কাপড় ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,বাজারে চলমান চুরি অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম রোধে একটি সংগঠিত বণিক সমিতি গঠন সময়ের দাবি। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা মত প্রকাশ করেন।
সভায় সঞ্চালনা করেন কাপড় ব্যবসায়ী রিয়াজুর ইসলাম এবং সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমান।স্বাগত বক্তব্য দেন কাপড় ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মহেব্বুল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন-ঔষধ ব্যবসায়ী আব্দুর শুকুর মাওলানা,ফার্নিচার ব্যবসায়ী মির্জা মনোয়ার হোসেন, সার ব্যবসায়ী মিলন ঘোষ,ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা.আব্দুর রশিদ,জুয়েলারি সমিতির সভাপতি অমর কুমার মজুমদার,লাইব্রেরি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন স্বপন,মুদি ব্যবসায়ী পরিমল সিংহ,ফ্রিজ ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম এবং রড-সিমেন্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদুজ্জামান প্রমূখ।
সভা শেষে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে ৪১ সদস্যের একটি খসড়া কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ব্যবসায়ীদের ভোটার তালিকা প্রণয়ন,আহবায়ক কমিটি গঠন ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।