দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রান্তিক পর্যায়ের কৃষক বান্ধব সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বিএডিসি ডিলারস অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হরিপুর উপজেলার বীজ ডিলার সুলতান মাহমুদ, বালিয়াডাঙ্গী উপজেলার বীজ ডিলার শাহীন আলম প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বের নীতিমালায় বিএডিসি বীজ ডিলাররা সার ডিলারে রূপান্তরিত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু সরকারের প্রণীত নতুন সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ সেই সুযোগ বাতিল করা হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের বীজ ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তারা এই নীতিমালায় সংশোধন এনে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের সুযোগ পুনর্বহালের দাবি জানান।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন ।
