বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর আলেচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে একটি বণার্ঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এইক স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ অংশগ্রহণ করেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করতে একটি দল ষড়যন্ত্র করছে। তারা পিআর পদ্ধতি নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু এটা কখনো সফল হবে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু মহানগর ও উপজেলা পর্যায়ে দাড়িপাল্লা দিয়ে ভরে দিয়েছে। এই দল থেকে সাবধান থাকতে দেশবাসীকে আহ্বানও জানান তিনি। কোনো শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। দীর্ঘ ১৮ বছর যেভাবে যুবদল রাজপথে ছিলো, এখনো আছে। সকল ষড়যন্ত্র যুবদল রুখে দেবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন। ফিরেই তিনে নির্বাচনি প্রচারণায় নামবেন বলেও জানান তিনি।
উপজেলা যুবদলের আহবায়ক এলাহী কুদরত ই আমিন সাগর এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চলনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন সাঈদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফুর রহমান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক অলিয়ার রহমান অলি, সদস্য সচিব আফসারুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
