স্টাফ রির্পোটার, ঠাকুরগাঁও থেকে: সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫ এর আলোকে প্রান্তিক পর্যায়ে কৃষকবান্ধব সকল বিএডিসি বীজ ডিলারগণকে সার ডিলারে রুপান্তর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁয়েও গত ২৮ অক্টোবর দুপুর বারটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বিএডিসি বীজ ডিলাররা।
এসময় জেলার সবকটি উপজেলার প্রায় ৮০ জন ডিলার একত্রিত হয়ে তাদের দাবি তুলে ধরে স্লোগানে মুখরিত করে তুলেন জেরা প্রশাসক কার্যালয় চত্তর। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে ডিলারগণ বলেন, তাদের দাবি মেনে না নিলে তারা বীজ তুলা বন্ধ করে লংমার্চ টু ঢাকা, সচিবালয় ঘেড়াও করাসহ কঠোর আন্দেলনের হুসিয়ারী দেন। মানববন্ধ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে বিএডিসি ডিলার এসোসিয়েশনের পক্ষে রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন।
