এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল শাখা।
বিরল সেন্ট্রাল মাদ্রাসার সামনে থেকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রাথী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম আফজালুল আনাম ও উপজেলা জামায়াতের আমির হাফেজ মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিরল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। পরে এক সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।
