মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরার শ্রীপুরে রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলা কার্যালয়ে এবং রাতে শহরে সদরের কার্যালয়ে পৃথকভাবে ২টি আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর( যিনি ২৮ অক্টোবর ২০০৬ পল্টনে স্বশরীরে উপস্থিত ছিলেন)।
বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গফফাকর, সাবেক সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ ইলিয়াসুজ্জামান, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ খলিফা খাজা আহমেদ, গয়েশপুর ইউনিয়নের সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান, (যিনি২৮ অক্টোবর ২০০৬ পল্টনে স্ব শরীরে উপস্থিত ছিলেন), শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মোঃ মুজাফফর হোসেন মুন্না, শ্রীকোল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ কামরুল ইসলাম,শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ মুহাম্মদ হুজাইফা।
আলোচনা সভায় বক্তারা শহীদদের রক্তের বদলা নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জান মাল দিয়ে কুরআনের রাজ প্রতিষ্ঠা করার আহবান জানান।
আলোচনা সভা শেষে বিশিষ্ট আলেমে দ্বীন খামারপাড়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
