এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঘোষনা পত্রিকার দিনাজপুরের বিরল উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ লুৎফর রহমান ।
গত মঙ্গলবার (২৮অক্টোবর) দৈনিক ঘোষনা’ পত্রিকার কর্তৃপক্ষ স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তিনি হাতে পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
মোঃ লুৎফর রহমান, এর আগে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক “সাদা কাগজ” পত্রিকায় দীর্ঘ সময়
মফস্বল সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাপ্তাহিক বিশ্ব বার্তা, দৈনিক জনতার নিশ্বাসসহ বিভিন্ন পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি বিরল প্রেসক্লাবের একজন সদস্য। এছাড়া লুৎফর রহমান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন।
মঙ্গলবার তিনি ঢাকা থেকে প্রকাশিত সাহিদুল ইসলাম টেপা সম্পাদিত, দীর্ঘ ৩২ বছর ধরে প্রকাশিত জাতীয় দৈনিক ঘোষনা” পত্রিকার বিরল উপজেলা সংবাদ দাতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি যেন সত্য প্রকাশের মাধ্যমে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, সুদ, ঘুষ, দূর্নীতির বিরুদ্ধে লিখতে তিনি বিরল উপজেলার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
